অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে মা ইলিশ বিক্রির দায়ে তিন জেলের জরিমানা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৫ রাত ০৮:১৫

remove_red_eye

১৫১

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ২২ দিন ব্যাপি  মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও  ব্যবসথাপনা প্রকল্প এর আওতায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৫ (০৪ অক্টোবর-২৫ অক্টোবর) বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার কুঞ্জের হাটে অবৈধ ভাবে ইলিশ বিক্রি করার দায়ে তিনজন কে আটক করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান - উজ্জামান।

আজ সকালে  অপরাধ প্রতিরোধ ও জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্যপূর্বক মাছ বিক্রির দায়ে ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং ০৩ জনকে আটক করা হয়।

জব্দকৃত মাছ ০৬ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং বিক্রয়ের সাথে জড়িত ০৩ জনকে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে সর্বমোট ১৫,০০০/- (পনের হাজার) জরিমানা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মনোজ কুমার সাহা ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,  ম্যারিন ফিশারিজ অফিসার মোঃ মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান কাচিয়া ইউনিয়ন পরিষদ, সাংবাদিক, স্হানীয় গন্যমান্য ব্যাক্তি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



আরও...