অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মনপুরায় দিনব্যাপী বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৫ রাত ০৯:৫২

remove_red_eye

১১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় দিনব্যাপী বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া এই ক্যাম্পের আয়োজন করেন।
গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে চিকিৎসা কার্যক্রম। ঢাকার থেকে আগত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ওই চক্ষু ক্যাম্প পরিচালনা করেন। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে প্রায় সহশ্রাধি  রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। 
আয়োজক এডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ২৬ নম্বর দফায় জনগণের পাশে থাকার যে বার্তা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই আয়োজন।

মনপুরায় মোঃ ইয়ামিন



আরও...