বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৬
১৪১
হাসনাইন, বিন আলমগীর, বিশেষ প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ তৎপরতা চালাচ্ছে। পূজা মণ্ডপ পরিদর্শন থেকে শুরু করে চেকপোস্ট পরিচালনা সবক্ষেত্রেই তারা অগ্রণী ভূমিকা পালন করছে। এতে সন্তুষ্ট হয়ে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
গতকাল বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন ক্যাম্পের কর্মকর্তারা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তারা নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে খোঁজখবর নেন এবং উপস্থিত ভক্ত ও সনাতনী সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে বলেন—“আপনারা যেন আনন্দ ও খুশির সঙ্গে নির্ভয়ে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য বাংলাদেশ নৌবাহিনী সবসময় আপনাদের পাশে রয়েছে।

রোববার সকালে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খনাদ, উলুধ্বনি ও কাঁসার ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে ষষ্ঠীপূজা শুরু হয়। পাঁচ দিনব্যাপী এ দুর্গোৎসব চলবে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত।
বোরহানউদ্দিন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রভাষক লিটন চন্দ্র রক্ষিত বলেন, “দুর্গাপূজা কেবল হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সব ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলা। দেবীর আগমন শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক।” তিনি আরও যোগ করেন, “অসুর কেবল ব্যক্তি নয়, সমাজ ও রাষ্ট্রযন্ত্রেও থাকে। সেই অশুভ শক্তি দমন করে ন্যায়, সম্প্রীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই দুর্গাপূজার শিক্ষা।”
এ বছর উপজেলায় মোট ২০টি পূজামণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে ৪০ জন পুলিশ ও ১২০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী অতিরিক্ত বাহিনী নিয়ে মণ্ডপগুলোতে বিশেষ পরিদর্শন চালায় এবং নিরাপত্তা আরও জোরদার করে। এতে স্থানীয়দের ভরসা বহুগুণে বেড়ে যায়।

পূজা উদযাপনের পাশাপাশি নৌবাহিনী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে ডাইভিশন রোডে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ অভিযানে ৫১৯টি গাড়ি আটক করা হয়। অনেক চালকের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ মেয়াদোত্তীর্ণ ছিল বা কাগজপত্র জাল পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ৬৮,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ট্রাফিক সার্জেন্ট সাইফুল্লাহ বলেন, “নৌবাহিনীর সহযোগিতায় আমরা কঠোরভাবে চেকপোস্ট পরিচালনা করেছি। কাগজপত্রবিহীন কোনো গাড়ি রাস্তায় চলতে দেওয়া হয়নি। পূজা উপলক্ষে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেজন্যই এই ব্যবস্থা।”
আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতায় বোরহানউদ্দিনে দুর্গোৎসবকে ঘিরে সৃষ্টি হয়েছে শান্তি ও সম্প্রীতির পরিবেশ। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা ভোলা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু