বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৫ রাত ১২:৫৩
১২৩
প্রীতি ম্যাচের মধ্যদিয়ে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গণ সরব
নাসির লিটন : বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ তারকা ফুটবলারদের অংশ গ্রহণে রোববার বিকালে ভোলায় অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। এতে ঢাকা মিরপুর সোনালী একাদশ ০৪-০২ গোলে ভোলা সোনালী একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছেন। এদিকে টেলিভিশনে দেখা তারকা খেলোয়াড়দের দেখতে মাঠে উপস্থিত হয়েছেন হাজার হাজার ফুটবল প্রেমি। আর এ প্রীতি ম্যাচের মধ্যদিয়ে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গণ সরব হবে এমন আশা আয়োজকদের।

ঝিমিয়ে পড়া ভোলা ফুটবলকে সরব করতে রোববার বিকাল সাড়ে ৪টায় ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সোনালী অতীত ক্লাব ভোলা ও সোনালী অতীত ক্লাব মিরপুর ঢাকা। এতে অংশ নেন সাফ জয়ি ফুটবলার ভোলার সন্তান আমিনুল হক সহ এক দল তাকরা খেলোয়াড়। ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
নির্ধারিত সময় ৬০ মিনিট শেষে রেফারির সমাপ্ত বাঁশি বাজার সাথে সাথে গ্যালারি ছেড়ে শত শত দর্শক ছুটে আসেন মাঝ মাঠে। ঘিরে ধরেন সাফ জয়ের নায়ক আমিনুল হককে। স্বপ্নের ফুটবলারকে ছুঁয়ে দেখা আর কাছে পাওয়ার স্মৃতি ধরে রাখতে ক্যামেরা বন্দির প্রতিযোগিতা। নিজ জন্মভূমি মানুষের ভালোবাসায় মুগ্ধ আমিনুল নিজেও।
ম্যাচ ঘিরে যেখানে খেলার চেয়ে দর্শকের আগ্রহ ছিলো সাবেক তারকাদের ঘিরে। আমিনুল, আলফাজ, এমিলি, সাব্বির কাঞ্চনের মতো সাবেক তারকারা মাতিয়েছেন ভোলার মাঠ। গোল পোস্টের পাহাড়াদার আমিনুল এ দিন খেলেছেন মাঝ মাঠে। বিজয়ি দলের পক্ষে সবেক স্ট্রাইকার আলফাজ ২টি ও আমিনুল ও এমিলি একটি করে গোল করেছেন। সাফ জয়ি অধিনায়ক ভোলার ক্রীড়াঙ্গন নিয়েও দিয়ে গেছেন বার্তা। তিনি বলেন, গত ১৭ বছর স্বেরাচার সরকার যেভাবে গণতন্ত্রকে হরণ করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় করণ করেছে ঠিক তেমনি ভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দরীয় করণ করে ধংসের পথে নিয়ে গেছে। ১৭ বছরের ক্রীড়াঙ্গণ থেকে তেমন কিছু অর্জন করতে পারিনি। আমরা সেই দলীয় করণ থেকে মুক্ত হয়ে আগামীর ক্রীড়াঙ্গণকে দলীয় করণমুক্ত ক্রীড়াঙ্গন হিসাবে গড়ে তুলতে চাই। আজকের আয়োজনের মতো দেশব্যাপী আয়োজন করে তরুন ও যুবকদের মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলার মাঠে আকৃষ্ট রাখতে কাজ করবেন। খেলার মাধ্যমে জেলা উপজেলায় জাগড়ন ও মানবিক বাংলাদেশ গড়তে চান।

এই প্রীতি ম্যাচটা ছিলো কেবল সাবেকদের নিয়ে,কাঞ্চন, আলফাজরা ছাড়াও ছিলেন জাতীয় দলের সাবেক একাধিক ফুটবলার ও স্থানীয়রা। এ ধরনের আয়োজন ও দর্শকদের উপস্থিতে মুগ্ধ হয়েছেন ঢাকা থেকে আসা তারকারা।
মাঠ সংস্কার আর নানা জটিলতায় প্রায় সাত বছর খেলা নেই ভোলায়। এমন আয়োজনেই বদলে যাবে ভোলার ক্রীড়াঙ্গনের চিত্র এমন প্রত্যাশা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন, ক্রীড়া সংস্থার সদস্য নজরুল হুদা গোফরান।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সহ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের কর্তকর্তা উপস্থিত ছিলেন।
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু