অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

১০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।
 কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি শুক্রবার বিকালে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির  অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। 
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে যেই উদ্দেশ্যে তাড়িয়েছে এবং ডঃ ইউনুসের নেতৃত্বে এ সরকারকে যে কারণে বসিয়েছে সেই সুফল এখনো বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে নি। যার কারনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবী নিয়ে আবার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট হাসিনার জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করবেন সরকার এই দাবিও জানাচ্ছি। এছাড়াও ভোলার বিভিন্ন উপজেলায় এক ই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।


জামায়াতে ইসলামী মোঃ ইয়ামিন



আরও...