অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ‘ক্রিয়া’র উদ্যোগে সেবা প্রতিষ্ঠানের সাথে সংলাপ সভা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

১৪৭

জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির 

 

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া' র উদ্যোগে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলার সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলার  সম্মেলন কক্ষে  গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে  কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি - ক্রিয়া'  উদ্যোগে  সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

ক্রিয়া প্রকল্প সমন্বয়ক বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক  মোঃ রায়হান উজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোসাঃ নাজনীন, গংগাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মিয়া মন্জুর এলাহি মোঃ আল আমিন , ক্রিয়া প্রকল্প কর্মকর্তা ইরিন ইসরাত,  বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক, সাংবাদিক  সহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  নারীকে সামাজিক ভাবে তার সম্মান সহ বেঁচে থাকতে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে বাল্য বিবাহ রোধ করা,  সুশিক্ষিত হওয়া, আত্মনির্ভরশীল হওয়া এবং পরিবারের অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে তাকে স্বাবলম্বী হতে হবে।
পিছন ফিরে তাকালে, কে কি বলল তা কর্ণপাত করলে নারীরা এগিয়ে যেতে পারবে না। তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে সে নিজে স্বাবলম্বী হয়ে বাঁচবে, তবেই নারীর ক্ষমতায় নিশ্চিত হবে।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



আরও...