অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


দৌলতখানে কুখ্যাত সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী আটক


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৩০

remove_red_eye

১৩১

দৌলতখান সংবাদদাতা : দৌলতখান উপজেলার মৃধার হাটের কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী জসিম (৪০) কে দৌলতখান থানা পুলিশ গ্রেফতার করেছে।

​স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ১৭ বছর ধরে জসিম প্রকাশ্যেই মৃধার হাটের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবার মতো মাদকদ্রব্য ব্যবসা চালিয়ে আসছিল। এলাকার যুবসমাজ ধ্বংসের অভিমুখী ফেলে বিপথগামী করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছিল।ক্ষমতার দাপট খাটিয়ে মৃধার হাটের সরকারি প্রাথমিক স্কুলের জায়গা জোরপূর্বক দখল করে দোকান ঘর তুলেছে বলে স্থানীয়রা দাবি করেন।এই সন্ত্রাসীর বিরুদ্ধে দৌলতখান থানায় একাধিক অভিযোগ রয়েছে। বুধবার রাত ৮ টায় মৃর্ধার হাট থেকে তাকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান তাকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে । আজ কোর্টে তাকে চালান দেওয়া হবে ।


দৌলতখান মোঃ ইয়ামিন



আরও...