অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

১৮৪

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্নস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. শাহ আজিজ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ফুটপাত দখল করে রাখা বিভিন্ন ধরনের অন্তত অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ইউএনও জানান, এই উচ্ছেদ অভিযানের আগে মাইকিং করে অবৈধ দখলদারদের নিজ থেকে ফুটপাত থেকে সরে যেতে বলা হয়েছে। এরপরও যারা ফুটপাত দখল করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। দখলদাররা যতবার ফুটপাত দখল করবে, ততবারই উচ্ছেদ অভিযান চলবে।

তবে পরবর্তীতে উচ্ছেদের পাশাপাশি জেল-জরিমানাও প্রদান করা হবে। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


লালমোহন মোঃ ইয়ামিন



আরও...