অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৯

remove_red_eye

১২৩

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে তীব্র প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার সুরক্ষার জন্য হুইলচেয়ার পাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে
আজ বেলা ১১টায় উপজেলার সম্প্রসারিত ভবনের নীচ তলায় বোরহানউদ্দিন  উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান  উজ্জামান এর সভাপতিত্বে ১৫ জন তীব্র প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিয়া মোঃ মন্জুর এলাহি মোঃ আল আমিন এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার সুরক্ষার জন্য হুইলচেয়ার পাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ হুইলচেয়ার গুলো ভুক্তভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন,  ইউনিয়ন সমাজ সেবা সুপারভাইজার রাসেল আহমেদ সহ আরও অনেকে।

এ-সময় তীব্র প্রতিবন্ধীদের অভিভাবকরা বলেন, সরকারের এ সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার কে ধন্যবাদ জানিয়ে তারা বলেন,  আমরা আর্থিক অনটনের জন্য আমাদের প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার কিনতে পারিনি।  আজ আমাদের জন্য দেওয়া এ উপহার অনেক অনেক কষ্ট লাগব করবে আমাদের প্রতিবন্ধীদের। আমরা স্যারদের জন্য দোয়া করি।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



আরও...