অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বজ্রপাতে জেলের মৃত্যু


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৯

remove_red_eye

৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে তাহের মাঝি (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।  

স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাট এলাকায় নদীতে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাহের মাঝির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাইল্লা কান্দি গ্রামের বাসিন্দা।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে গতকাল মধ্যরাত থেকে একটানা ভারী বর্ষণ এবং সেই সাথে বজ্রপাত হয়েছে। এ সময় বজ্রপাতে তাহের মাঝির  মৃত্যু হয়েছে ।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় সকাল ৬টা পর্যন্ত জেলায় ৪০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী তিনদিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। 


তজুমদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন