অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


উদ্বোধনের অপেক্ষায় চরফ্যাশনের আধুনিক লঞ্চ টার্মিনাল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

১৭৯

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌপথ চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে নির্মিত তিনতলা বিশিষ্ট আধুনিক লঞ্চ টার্মিনাল উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এ টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। ধীর গতিতে কাজ চললেও বর্তমানে পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে।

চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া ঘাটে প্রায় সাড়ে ৩ হাজার বর্গফুট আয়তনের ওপর নির্মিত এ টার্মিনালে রয়েছে ভিআইপি ওয়েটিংরুম, বিশ্রামাগার, স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা এবং বন্দর অফিস। যাত্রীদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি লঞ্চে ওঠানামার জন্য নির্মাণ করা হয়েছে শক্তিশালী গ্যাংওয়ে।

স্থানীয় বাসিন্দা শাহেদ আলী বলেন, টার্মিনাল চালু হলে যাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং আরামদায়ক ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। ব্যবসায়ীরা সহজে ও দ্রুত পণ্য পরিবহন করতে পারবে, যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়ক হবে।” ব্যবসায়ী আবুল কালাম জানান, “টার্মিনালের কারণে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে এবং যাত্রীদের ভোগান্তি কমে আসবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, টার্মিনালের কাজ শেষ হয়েছে এবং নৌ-পরিবহন উপদেষ্টা শিগগিরই এটি উদ্বোধন করবেন। সেপ্টেম্বরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, গ্যাংওয়ে সহ ৫ কোটি টাকা ব্যয়ে বেতুয়া আধুনিক লঞ্চ টার্মিনালের নির্মাণকাজ শেষ হয়েছে। যাত্রী সেবার মান বৃদ্ধি এবং নিরাপদ নৌ-যোগাযোগ নিশ্চিত করতে ২৩-২৪ অর্থবছরের প্রকল্পে এ টার্মিনাল বাস্তবায়ন করা হয়েছে।


ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন