অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা রাজাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৪০

remove_red_eye

৩০৫

মোঃ আমির হোসাইন, রাজাপুর থেকে: ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর ল্যাবরেটরী স্কুলের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজাপুর ২ নং ওয়ার্ডের সভাপতি মো: নাসির পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা মো: নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো: কামাল হোসেন এবং ভোলা সদর-১ আসনের প্রধান নির্বাচনী পরিচালক মাস্টার মোঃ নুরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো: সালাউদ্দিন, ২ নং ইলিশা ইউনিয়নের মনোনীত প্রার্থী মো: সালাউদ্দিন, এবিএম মোস্তফা কামাল এবং রাজাপুর ইউনিয়নের নির্বাচনী পরিচালক মাস্টার মোঃ মানিক।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং আল্লাহর আইন সংসদে চালু করতে হলে একমাত্র জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। তারা আরও বলেন, এতে জনগণের কল্যাণ বয়ে আসবে।

কর্মী সমাবেশে প্রায় তিনশত লোক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।


জামায়াতে ইসলামী ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...