অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

১৯৮

আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়ার সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম'র উদ্যোগে লাস্ট ড্রেস বাই শওকত এর ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে লালমোহন ওয়েস্টার্ন পাড়া, ডাকবাংলো ব্রীজের পশ্চিম পাশে ফ্রি চিকিৎসার ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।  
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. শাহীন কতুব'র সঞ্চালনায় এই ক্যাম্পের উদ্বোধন করেন, লালমোহন সরকারি মডেল  মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.আবদুস সামাদ। 
এসময় এ্যাড. মো. রাজিব হাসনাত শাকিল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির মিয়া, মাও. মো. জাকির হোসেন, মো. কবির জমাদার,  মো. আ: রাজ্জাক হাওলাদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সাবেক কমিশনার  মো. আমজাদ হোসেন আলম  ও লাস্ট ড্রেস বাই শওকত'র পরিচালক মো. শওকত আরিফ বলেন, আমাদের চার পাশে অসহায় মানুষ আছেন যারা বিভিন্ন রোগে ভুগতেছেন। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসার আয়োজন করি। আমাদের এখানে প্রতি শুক্রবার সকাল ৯:০০- বিকাল ৫:০০টা পর্যন্ত রোগী দেখবেন। এছাড়া  শনিবার থেকে বৃহস্পতিবার পযর্ন্ত  প্রতিদিন ফ্রি রোগী দেখবেন ডি.এম.এফ.(ঢাকা), বি.এইচ.এস.স:ক:অবসর প্রাপ্ত মেডিকেল অফিসার থানা স্বাস্থ্য কমপ্লেক্স তেজগাঁও, ঢাকা ডা: মো. মাকসুদুর রহমান। এখানে মা-ও শিশু, মেডিসিন, গ্যাস্টোলিভার, বাথ-ব্যাথা, বক্ষবেধি,চর্ম,এলার্জি ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।


লালমোহন মোঃ ইয়ামিন



আরও...