অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ফাতেমা খানমে কলেজে শিক্ষার্থীদের পথচলার নির্দেশিকা বই’র মোড়ক উন্মোচন করেন ইউএনও


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১৫

remove_red_eye

১৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলার সেরা বিদ্যাপীঠ বাংলাবাজার ফাতেমা খানম কলেজে আনুষ্ঠানিকভাবে  নবীন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে ক্লাস শুরু হয়েছে। আগের বছরের শিক্ষার্থীরা বরণ করে নেয় এবার ভর্তি হওয়া শিক্ষার্থীদের। বেসরকারি কলেজের মধ্যে রাজনীতিমুক্ত সেরা বিদ্যাপীঠ হিসেবে খ্যাত  বাংলাবাজার ফাতেমা খানম, কলেজে  “সম্মুখ পথ চলায় প্রত্যয়’ শিরোনামে এ বছর ফুলদিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। একই সঙ্গে বার্ষিক পরিক্রমার প্রসপেক্টাসের মোড়ক উন্মোচন  করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।  শিক্ষার্থীদের স্বপ্নের কথা , স্বপ্ন দেখার কথা জানান ইউএনও। মাদক থেকে নেশা থেকে দুরে থাকার কথা উল্লেখ করে বলেন, মাদকমুক্ত শিক্ষা জীবন গড়তে প্রতিজ্ঞা করতে হবে।

কলেজ অধ্যক্ষ  হারুন অর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন  কলেজ উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক আবু বাশার, এবিএম আব্দুস ছাত্তার, সহকারী অধ্যাপক ধীমান চন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন , শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,  নবীন শিক্ষার্থী ইসরাত জাহান ইশা , দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  লিমা আক্তার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলেজ শিক্ষক রেহানা ফেরদৌস ও শিশু শিল্পী সাইমা ।

শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশপাশি তাদের হাতে তুলে দেয়া হয় প্রসপেক্টাস, রুটিন, কলমসহ নানা উপহার।  এ ছাড়া দ্বিতীয় বর্ষের মাসিক  কলেজ মূল্যায়ন পরীক্ষায় সেরা হওয়া ৩ জনকে পুরস্কার দেয়া হয়। এ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  কলেজে শিক্ষক ও সাংবাদিক  অমিতাভ রায় অপু।


ভোলা সদর মোঃ ইয়ামিন বাংলাবাজার ফাতেমা খানম কলেজ



আরও...