অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৫ রাত ১২:৩৫

remove_red_eye

১৬৯

এমএইচ শিপন,বোরহানউদ্দিন থেকে: ভোলার বোরহানউদ্দিনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে শহিদ আবু সাইদ একাদশ শহিদ মুগ্ধ একাদশকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা মাঠে বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা

স্পোর্টিং ক্লাবে উদ্যোগে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান-উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন।

শহিদ আবু সাইদ একাদশের খেলোয়াড় মো. সাব্বির ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন।

মাদ্রাসার অধ্যক্ষ এ.বি আহমদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন,মাদ্রাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ,সহকারি অধ্যাপক মো. মাকছুদুর রহমান,মাদ্রাসা স্পোর্টিং ক্লাবের সভাপতি মো.মহিউদ্দিন প্রমুখ।

ওই টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নিয়েছে। ফাইনাল ম্যাচে ম্যাচ পরিচালনা করেন, বোরহানউদ্দিনের ক্রিড়া সংগঠক মেহেদী হাসান। তাঁকে সহযোগিতা করেন, মো. জাহিদ, ও জিহাদ। এছাড়া ধারাভাষ্যে ছিলেন শিক্ষার্থী মো. তানজিল।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



আরও...