বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৮
১২০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি, দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক ও উপজেলা পরিষদ মসজিদের ঈমাম মো. আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।এছাড়া সর্বস্তরের তৌহিদী জনতার ডাকে কালো ব্যাজ ধারণ করেৎবিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বেঁধে দেয়া ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন আন্দোলণকারীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ১০ টা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জন করে কর্মবিরতী পালন করেছে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা। ভোলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে শিক্ষক-শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে এসে জমায়েত হয়। বেলা ১১ টায় সমাবেশে ভোলা জেলার সর্বস্তরের তৌহিদী জনতার আহবায়ক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতারা। এ সময় আন্দোলনকারীরা বেঁধে দেয়া সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের কড়া সমালোচনা করেন।
আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌরসভার আমির মাওলানা জামাল উদ্দিন, ইসলামী আন্দোলনের ভোলা জেলার(উত্তর) সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, জেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদী, জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাকছুদুর রহমান, ভোলা জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন হোসেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান প্রমূখ।

বক্তারা বেঁধে দেওয়া সময় আগামী ৪৮ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে তাঁরা ভোলায় হরতাল, অবরোধ, ডিসি-এসপি কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আন্দোলনকারীরা আরও বলেন, ৪৮ঘন্টা পেড়িয়ে গেলেও হত্যাকরীদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন।
এদিকে সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলণকারীরা। মিছিলটি মহাজনপট্টি, সদর রোড, বাংলাস্কুল মোড় হয়ে নতুন বাজার গিয়ে শেষ হয়।
এদিকে এ হত্যাকান্ডের ঘটনায় নিহত মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর স্ত্রী বাদী হয়ে রবিবার (৭সেপ্টেম্বর) রাতে অজ্ঞাতনামা আসামী করে ভোলা সদর মডেল থানায় মামলা করেন।তবে এখনো এ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে আটক করতে পারে নি বলে জানান সদর থানার ওসি আবু শাহাদাত মোঃ হাচনাইন পারভেজ। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। তাঁরা তদন্ত চলমান রেখেছেন। আশা করছেন দ্রুত আসামী গ্রেফতার হবে।
উল্লেখ্য, শনিবার (৬ সেপ্টেম্বর) ভোলা চরনোয়াবাদ এলাকায় রাতে এশারের নামাজ পরে নিজ ঘরে আসার পর নৃশংস ভাবে দুর্বৃত্তদের হাতে নিহত হন ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানী।
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি
নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির
কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান
ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক