অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করানোর অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০৬

remove_red_eye

১১০

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ করেছেন মো. সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ইউপি সদস্য ও গজারিয়া বাজারের ব্যবসায়ী।

অভিযোগ করে তিনি বলেন, আমার বিরুদ্ধে আমার ব্যবসা প্রতিষ্ঠানের পাশের ব্যবসায়ী ও বাসিন্দা পরান চন্দ্র শীল তার আত্নীয় আকাশ রায়কে দিয়ে আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিল করেন এবং এর অনুলিপি বিভিন্ন যায়গায় প্রদান করেন। এই মিথ্যা ও বানোয়াট তথ্যের ব্যাপারে একেক সময় একেক দপ্তর থেকে তদন্ত করতে আসে। সবাই সরেজমিনে এসে সত্য দেখে যায়। ব্যপারটি নিয়ে আমি বর্তমানে খুবই বিভ্রান্তিতে রয়েছি। উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়নের প্রশাসককে দিয়ে তদন্ত করে। কিন্তু অভিযোগের কোন সত্যতা পায়নি।
সিদ্দিকুর রহমান অভিযোগের তথ্যের বিষয়ে বলেন,  আমি কোনা দেবোত্তর সম্পত্তিতে ভবন উত্তোলন করিনাই। এই দোকানটিতে আমি দীর্ঘ প্রায় ৩০ বছর পর্যন্ত ভাড়া থেকে দোকান করেছি। ২০১৪ সালে থেকে এই সম্পত্তি খরিদ সূত্রে মালিক হয়ে ভবনের কাজ শুরু করলে তখন পরান চন্দ্র শীল আমার কাজে বাধা দেয়। এনিয়ে বিভিন্ন দেন দরবার ও সালিশ হয়। তারা হিন্দু হওয়ায় ও আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকায় আমার ভবন নির্মাণে বিভিন্ন ভাবে হয়রানি করে। পরে আমার কাগজপত্র ও নকশা ধরে শালিসগণ আমাকে জমি মেপে বুঝিয়ে দেন এবং ওই মাপে পরান চন্দ্র শীলের ঘরের মধ্যে দুই ফুট জায়গা আমি পাওনা হই। তাদের ঘর থাকায় তখন আমি সেই দুই ফুট ছেড়ে নিয়ম মেনে ভবন নির্মাণ করি। আমার জায়গার মধ্যে কোনো দেবোত্তর সম্পত্তি নাই এবং কোনো রাস্তা ছিল না। আর আমার ভবনের ছাদের পানি আমি পাইপ দিয়ে পিছনে ড্রেনে পড়ার ব্যবস্থা করেছি। পরান চন্দ্রের ঘরে মধ্যে পানি পড়ার কথাটি সত্য নয়। তারা সংখালগু তকমা দিয়ে আমাকে আবার হয়রানি করার ষড়যন্ত্র শুরু করেছে। আমি তাদের এই মিথ্যা অভিযোগের ব্যাপারে উপযুক্ত বিচার ও সত্য বিষয়টি সকলকে জানাতে চাচ্ছি।  
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অভিযোগ প্রদান কারী আকাশ রায়কে সরেজমিনে গিয়ে পাওয়া যায়নি। এবং অভিযোগে দেয়া মোবাইল নাম্বারে বারবার কল করলে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


লালমোহন মোঃ ইয়ামিন



আরও...