অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা-০৪ আসনের জননেতা ছিদ্দিক উল্লাহ মিয়াকে বরণে উৎসবমুখর পরিবেশ


মো: ইয়ামিন

প্রকাশিত: ৮ই সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:০৪

remove_red_eye

১১৬

মোঃ ইয়ামিন : ভোলা-০৪ আসনের সর্বস্তরের গণমানুষের প্রিয় জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ভোলায় পৌঁছেছেন। তাঁকে বরণ করতে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তাঁর আগমনকে কেন্দ্র করে এক প্রকার উৎসবের আমেজ তৈরি হয়। নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও শ্লোগানের মাধ্যমে তাঁকে বরণ করে নেন।

এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ভোলার উন্নয়ন ও জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা আমাকে সবসময় শক্তি ও প্রেরণা জোগায়। উন্নত ভোলা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

জনতার ঢল প্রমাণ করে, ভোলা-০৪ আসনের জনগণ আজও তাঁকে তাঁদের আস্থার প্রতীক হিসেবে দেখছেন।


ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন