অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের কাতলা


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৫ রাত ১০:৪৮

remove_red_eye

১১৮

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ১৩ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে জেলেদের জালে।

রবিবার বিকাল সাড়ে চারটায় শিবপুর ইউনিয়নের ভোলার খাল মাছ ঘাটে জেলে রুবেল মাঝি মাছটি নিয়ে আসেন। মুহূর্তে আশপাশের শোরগোল পড়ে যায় মাছটিকে এক নজর দেখার জন্য।

স্থানীয় আড়ৎদার মোঃ আল আমিন জানান, কাতল মাছটি মাইনুদ্দিন মেম্বারের আড়দে উঠালে শরিফ বেপারী ১৬ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন। সাধারণত নদীতে এত বড় কাতল মাছ দেখা যায় না বলে জানান তিনি।


ভোলা জেলা মোঃ ইয়ামিন