অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে মেঘনা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৫ রাত ১১:২৮

remove_red_eye

১৮২

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৫টার দিকে তজুমদ্দিন থানার চরলাদেন সংলগ্ন নদীপথে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে মির্জা কালু নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃত ব্যক্তি পুরুষ, বয়স আনুমানিক ৪৫ বছর। লাশটি অর্ধ গলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


তজুমদ্দিন মোঃ ইয়ামিন



আরও...