অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে সরকারি সেবা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

১৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে উপজেলা পর্যায়ে বিদ্যমান সরকারি সেবাসমূহ সম্পর্কে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর "পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি)-ইইউ" প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাসনা শারমিন মিথি। সভাপতিত্ব করেন এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-ঢাকার ব্যবস্থাপক (কার্যক্রম) মো. আলাউদ্দিন আহমেদ ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (প্রাথমিক স্বাস্থ্যসেবা) ডা. এসএসএম হেজবুল্লাহ। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা টি এস এম ফিদা হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
 
সরকারি কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের সেবাসমূহ সম্পর্কে উপকারভোগীদের অবহিত করেন। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এফডিএ’র ঋণ সমন্বয়কারী জাকির হোসেন ও প্রোগ্রাম সমন্বয়কারী মো. ফারুক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিগরি কর্মকর্তা (পুষ্টি) ফখরুল আলম হাসিব। এ সময় প্রকল্পের কর্মকাণ্ড বিষয়ক উপস্থাপনা দেন প্রোগ্রাম অফিসার (জীবিকায়ন) কেএসএম শাহাবউদ্দিন। সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মোবিলাইজেশন) নেওয়াজ শরীফ।
সভায় প্রকল্পের কর্ম এলাকার পিভিসি ফোরামের ৩০ জন উপকারভোগীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন