অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সমবায় অধিদপ্তরের উদ্যোগে ১০০ খামারিকে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৫

remove_red_eye

১০১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতিদের উপজেলা প্রকল্প এর আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে ২ লক্ষ টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভোলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান,  স্থানীয় জনপ্রতিনিধি ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র খামারি ও দুধ উৎপাদনকারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও দুধ উৎপাদন বৃদ্ধিতেও আসবে গতি।
চেকপ্রাপ্ত উপকারভোগীরা জানান, এ ঋণের অর্থ দিয়ে তারা গরু পালন ও দুধ উৎপাদন কার্যক্রম আরও সম্প্রসারিত করবেন, যা তাদের সংসার চালাতে বড় সহায়ক হবে।
এ সময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা, মোঃ আরিফুজ্জামান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তোফায়েল আহম্মদ প্রকল্প পরিচালক সমবায় অধিদপ্তর ঢাকা। মোঃ শাহিন মাহমুদ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ভোলা। আব্দুল লতিফ উপ - সহকারী নিবন্ধক জেলা সমবায় কার্যালয় ভোলা। সমবায় কার্যালয় সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন