অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২২

remove_red_eye

১৯০

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে  বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার( ১  সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সকাল ৭ টায় দলীয়  কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালযে এক আলোচনা সভা অনুষ্ঠিত   হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার।
উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামুদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ  কুট্টি,উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন প্রমূখ ।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল বশির,  সাধারণ সম্পাদক গোলাম আযম পলিন,,উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক জুলু, উপজেলা  যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন। 

দৌলতখান ভোলা জেলা মোঃ ইয়ামিন