অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


বোরহানউদ্দিনে নারীদের আত্মরক্ষায় মাস ব্যাপী কারাতে প্রশিক্ষণ সম্পন্ন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

১০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সমাজে নারীর নিরাপত্তা নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন ভোলার বোরহানউদ্দিনে এক ব্যতিক্রমী উদ্যোগ আত্মবিশ্বাসের নতুন দিগন্ত উন্মোচন করেছে। "গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)" সুইডিশ সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়ন ও সহযোগিতায় "কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)" প্রকল্পের আওতায় কিশোরী ও তরুণীদের জন্য আয়োজন করেছে আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণের। ২ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা এই ৩০ দিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন কিশোরী অংশ নিয়ে নিজেদের সুরক্ষার কৌশল রপ্ত করেছে।
সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার জানান, "এই প্রশিক্ষণ শুধুমাত্র শারীরিক কৌশল শেখাচ্ছে না, এটি মেয়েদের মানসিকভাবেও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলছে। আমাদের লক্ষ্য হলো, তারা যেন যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে পারে এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।"
প্রশিক্ষণার্থী শিলা, আফ্রীন, ফাবিয়া তাদের অভিজ্ঞতা ব্যক্ত করে জানায়, কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তারা শারীরিক ও মানসিক শক্তি অর্জন করছে। প্রশিক্ষণার্থী মিঞ্জু বলেন, "আগে যেকোনো বিপদে ভয় পেতাম, কিন্তু এখন মনে হচ্ছে নিজের ওপর আস্থা রাখতে পারব। এই প্রশিক্ষণ আমাদের সাহসী হতে শেখাচ্ছে।"
প্রশিক্ষক লোকমান হাওলাদার (ব্লাক বেল্ট) জানান, গত ২ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলা এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সহজ কিন্তু অত্যন্ত কার্যকর আত্মরক্ষার কৌশল শেখানো হয়েছে। এর মধ্যে রয়েছে অপ্রত্যাশিত আক্রমণের মুখে আত্মরক্ষা, বিপদকালে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা এবং ভয়কে জয় করে দৃঢ় থাকা।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানউজ্জামান এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, "নারীর ক্ষমতায়নের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এটি শুধু তাদের ব্যক্তিগত নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং সমাজের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এই প্রশিক্ষণ কর্মশালা প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে নারীরা নিজেদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। এটি বোরহানউদ্দিনের কিশোরী ও তরুণীদের জন্য নতুন এক শুরুর গল্প, যেখানে প্রতিটি মেয়েই নিজের জীবনের চালক এবং আত্মবিশ্বাসের আলোয় তারা নিজেদের ভবিষ্যৎ রাঙিয়ে তুলছে। এই ধরনের উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন, যাতে প্রতিটি নারী নিজের শক্তিতে বলীয়ান হয়ে নিরাপদ ও আত্মমর্যাদাশীল জীবনযাপন করতে পারে।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা

আরও...