অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৫ রাত ১১:২৩

remove_red_eye

১৫১

নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে


বাংলার কণ্ঠ প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের উপর নৃশংস হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  জেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা। শনিবার বিকেল ৫ টায় ভোলা প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ  মিছিল বের করা হয়।মিছিলটি শহরের  নতুন বাজার,চকবাজার ও সদর রোড হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটিতে জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতাকর্মীরাও অংশ নেন।
এর আগে মিছিলের মাঝপথে শহরের বাংলা স্কুল মোরে ভোলা টু চরফ্যাশন সড়কে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশে করে দলটির নেতাকর্মীরা।
সমাবেশে গণ অধিকার পরিষদের জেলার সভাপতি আতিকুর রহমান, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক মাকসুদুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। 
এসময় নেতাকর্মীরা নুরুল হক নুরের উপর এমন নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানান।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...