অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার ধনিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২৫ রাত ১১:৩৮

remove_red_eye

১০০

মোঃ মুরাদ শিকদার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ সম্মেলন  অনুষ্ঠিত হয়।
ধনিয়া ইউনিয়ন আমির ও চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওঃ মোঃ মনির হাসনাইনের  সভাপতিত্বে এবং  ইউনিয়ন সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম নাজিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসাইন প্রধান বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন, ,ভোলা সদর উপজেলা আমির মাওলানা মোঃ কামাল হোসাইন ও নায়েবে আমির মাওঃ আব্দুল বারী, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, ভোলা পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কামাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তারা উল্লেখ করেন, হযরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত সকল নবী-রাসূল আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। একজন মুসলমান হিসেবে সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে। তাই মুসলমানদের উচিত কুরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সমাজ গঠন করা এবং অন্য কোনো মতাদর্শের অনুসরণ না করা।  


তারা আরো বলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে ষাট উর্দ্ধ বয়সের সকল মানুষের এবং কর্ম ক্ষেত্রে আহত বা এক্সিডেন্ট করে পঙ্গুত্ববরণকারী সকলের দায়িত্বভার সরকার গঠন করবে, যাকাতের সুষ্ঠু বন্টনের মাধ্যমে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের দরিদ্র বিমোচন করবে, আল্লাহর সাহায্য বিশ্বের শ্রেষ্ঠ প্রকৌশলীদের মাধ্যমে বাংলাদেশের নদী ভাঙ্গন সমস্যার সমাধান করা হবে এবং ভোলার গ্যাস কাজে লাগিয়ে ভোলায় শিল্প কারখানা স্থাপন করা হবে, ভোলায় বিশ্বমানের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধন করা হবে।
অবশেষে তারা কর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা ও আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলনে দুনিয়া ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলাম কে ধনিয়া ইউনিয়ন পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন সদর আমির মাওলানা মোঃ কামাল হোসেন।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...