অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের অবহিত করণ সভা অনুষ্ঠিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৫ রাত ০৯:০৫

remove_red_eye

২১৩

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে স্টপ দ্য স্টিগমা (এসটিএস) প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১১টায় উপজেলা হলরুমে ফাউন্ডেশনের ভোলা জোনের প্রজেক্ট ম্যানেজার মোঃ বিপ্লব হোসেন’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনাব নিয়তি রাণী কৈরী উপজেলা নির্বাহি অফিসার দৌলতখান, ভোলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব শাওন মজুমদার সুমন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবউন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজার রিনা আক্তার, প্রেসক্লাব সভাপতি জাকির আলম প্রমূখ।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত ও তাদের এ প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়। প্রকল্পটি মাসিক সম্পর্কিত কুসংস্কার দূরীকরণ এবং সহায়ক পরিবেশ তৈরির লক্ষে প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করছে বলেও সভায় অবহিত করা হয়।


দৌলতখান মোঃ ইয়ামিন



আরও...