অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

১৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় বসতঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মোসা. ছায়েরা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কুট্টি হাজী বাড়ির জাহিদুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার গৃহবধূ ছায়েরা বেগমকে মাগরিবের নামাজ পড়তে বলেন তার মা পিয়ারা বিবি। বার বার বলার পরেও নামাজ পড়তে না গিয়ে মোবাইল টিপায় তাকে গালিগালাজ করে নামাজ পড়তে চলে যান তার মা। এর কিছুক্ষণ পর তিনি ছায়েরার রুমের দরজা জানালা বন্ধ দেখেন। তখন তিনি রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছেন ছায়েরা বেগম। এরপর তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা গিয়ে ছায়েরাকে নিচে নামান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে  বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


লালমোহন মোঃ ইয়ামিন



আরও...