অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

১৩৭

দৌলতখান  প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার দৌলতখানে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। 
 
বুধবার  (২০ আগস্ট) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের শেষে বিএনপির দলীয় কার্যলয়ে  কেক কাটা হয়। পরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরে প্রদক্ষিণ করে। এরপর বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন রাসেদ, সদস্য সচিব মাজহারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোসলেউদ্দিন, সদস্য সচিব মোঃ জামাল সহ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৌলতখান মোঃ ইয়ামিন



আরও...