বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৫
১০১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বর্নাঢ্য শোভাযাত্রা ও হাসপাতালের আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কালীনাথ রায়ের বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদর রোড হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসে গিয়ে শেষ হয়।এসময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, মীর মোস্তাফিজুর রহমান রনি, আশ্রাফ উদ্দিন বাপ্পি, আশ্রাফুল আলম ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল মোল্লা কামাল পাশা কামাল মেম্বার,সিদ্দিকুর রহমান স্বপন গোলদারসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
পরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হাসপাতালের ময়লা- আর্বজনা পরিষ্কার পরিচ্ছন্ন করে দলটির নেতা কর্মীরা। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৃষ্টি হয়েছে সামাজিক কার্যক্রম করার জন্য, সহযোগিতা করার জন্য সমাজ ও মানুষকে। দেশ নায়ক তারেক রহমান তার চিন্তাভাবনা থেকে স্বেচ্ছাসেবক দল দলের নেতাকর্মীদেকে জনগণের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছে এবং এই কর্মসূচি দিয়েছেন। রাজনীতি শুধু রাজনীতির ভেতর সীমাবদ্ধ থাকবে না। রাজনীতি জনগণের জন্য, জনগণের পাশে দাঁড়ানো। আজকে এই হাসপাতালের আঙিনা আমরা পরিষ্কার করতে এসেছি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে। দেশ নায়ক তারেক রহমান এ নির্দেশনা দিয়েছেন। আমরা প্রকৃত অর্থেই এই হাসপাতালের আঙ্গিনা পরিচ্ছন্ন করার এসেছি। সামনের দিকে পর্যায়ক্রমে আমরা এই সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা জনগণের পাশে থাকব। সবার ধ্যান-ধারণা পরিবর্তন করার জন্য রাজনীতির নেতাকর্মীদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই জন্যই আমাদের এই কর্মসূচি।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে রাজনৈতিক কর্মসূচিগুলো গণমুখী করার জন্য আমরা কাজ করছি। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্দেশে আমরা সদর হাসপাতালের আঙিনায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছি। গণমুখী কর্মসূচি পালন করে আমরা সারা দেশে রাজনীতির নতুন বার্তা দিতে চাই। আগামী দিনের রাজনীতি হবে গণমুখী ও বাস্তবমুখী।
পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, আমরা স্বেচ্ছাসেবক দলের এই কর্মসূচি কে সাধুবাদ জানাই। চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্ধেক রোগ ব্যাধি রোধ করতে পারেন এটা আমরা সবাই জানি। আমরা স্বেচ্ছাসেবক দলের এই সকল কর্মকান্ডে ধন্যবাদ জানাই।
দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল
লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা
পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল
অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিন ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ
প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ
জামায়াতের পিআর-এনসিপির প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না : ইসি আনোয়ারুল ইসলাম
যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক: সালাহউদ্দিন
বঙ্গোপসাগরে লঘুচাপ; সারাদেশে পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা
বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা
আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু