অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ রাত ১১:২৯

remove_red_eye

১৩৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই স্লোগানকে সামনে রেখে, ভোলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে ভোলা জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা  প্রশাসন এর আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে শহরের বর্ণাঢ্য  এক রেলি প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে জেলা পরিষদ হলরুম  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এতে জেলা মৎস্য কর্মকর্তা  বিশ্বজিৎ কুমার দে এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। এসময় বক্তারা, দেশের মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...