অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২২শে জুলাই ২০২০ রাত ০১:১৩
৮৮৩
অচিন্ত্য মজুমদার: ভোলায় রাস্তাঘাট, হাট বাজার, মুদি ও জুতার দোকানসহ যত্রতত্র বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম এলপি গ্যাসের সিলিন্ডার। কোনো ধরনের নীতিমালা না মেনে এভাবে দাহ্য পদার্থ বিক্রি করায় যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে গত দুই দিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোলা নতুন বাজার, সদর রোড থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা, গ্রাম গঞ্জে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার। অথচ এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করতে হলে সরকারি লাইসেন্স থাকা বাধ্যতামূলক। অধিকাংশ দোকানেই নেই গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স।
সংশ্লিষ্ট সূত্র জানানয়, সরকারি বিধি মোতাবেক গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য কমপক্ষে পাকা মেঝেসহ আধা পাকা ঘর, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ সক্ষমতা-সংক্রান্ত লাইলেন্সসহ অগ্নিনির্বাপণ সিলিন্ডার এবং মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। একজন ব্যবসায়ী ওই সব শর্ত পূরণ করলেই কেবল নিবন্ধন পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।
ভোলা জেলা প্রশাসক কার্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, ভোলা জেলায় পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার বিক্রি ও মজুদের বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদিত লাইসেন্স রয়েছে মাত্র ৩২টি। এছাড়াও প্রস্তবিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠান ও লাইসেন্স বাতিল হয়েছে ১৫টি প্রতিষ্ঠানের ।
এদিকে ভোলায় যত্রতত্র গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রন এবং ব্যবসা রক্ষার জন্য গত ২ জুলাই ভোলা জেলা প্রশাসক বরাবরে ভোলো জেলা এলপিজি গ্যাস ব্যবসায়ী মো: হারুন অর রশিদ স্বপন, মো: হুমায়ুন কবির, রঞ্জিত সাহা, মো: সাহাজাহান ও মো: জাবের আবেদন করেন। লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, এলপিজি গ্যাস পরিবহন, গুদামজাত ও পরিবেশন নিয়ন্ত্রনে সরকারী বিধিমালা থাকা সত্বেও অধিকাংশ এলপিজি পরিবেশক সরকারী বিধি মালা অনুসরণ না রো তারা সুবিধা মত পরিবহন, গোডোউনজাত ও অবৈধ পন্থায় পরিবেশন করছে। খরচ কমানোর জন্য পরিবহন-রেজিস্ট্রেশন বহির্ভ‚ত নসিমন, অটো, ফিটনেস বিহীন ট্রাক ও ট্রলারে ধারণ ক্ষমতার অতিরিক্ত পরিমানে এলপিজি গ্যাস পরিবহন করে। অথচ এলপিজি পরিবহনে সরকারি বিধি মালা অনুযায়ী পরিবহনের বিস্ফোরক লাইসেন্স ও দুর্ঘটনা মাকোবেলায় নিরাপত্তা সামগ্রী থাকা অবশ্যই বাঞ্চনীয়। বিস্ফোরক পরিধদপ্তরের অনুমোদিনহীন ও কাঠামোহীন গাড়োউনে এলপিজি গ্যাস গোডোউনজাত না করে কোন কোন পরিবেশক তার নিজ আবাসিক এলাকায়, নিজ বাসভবনে গোডাউন করেছে। যা জন সাধারণ ও স্কুলগামী কোমলমতী শিশুদের জীবন নাশের আশঙ্কা রয়েছে। এছাড়াও সকল খুচরা বিক্রয়কারী যার ফায়ার লাইসেন্স আছে তাকে সর্বোচ্চ ১০টি ১২ কেজি এলপিজি গ্যাস সরবরাহ করার বিধি থাকলেও তাকে ১০-এর অধিক ১০০/১৫০ টি ১২ কেজি এলপিজি গ্যাস অবৈধ ভাবে পরিবেশন করছে। পাইকারী ব্যবসায়ী ৪০ পিস ১২ কেজি এলপিজি গ্যাস মজুদ রাখতে পারলেও উক্ত পাইকারী ব্যবসায়ীরা ৪০পিচ এর লাইসেন্স এর তোয়োক্কাই করছেনা।
এ ব্যাপারে ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক জানান, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নীতিমালা অনুযায়ী দাহ্য পদার্থ বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। যত্রতত্র বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ
ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ
সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন
গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক