অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা-লক্ষীপুরসহ ১০টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ রাত ০৮:৫২

remove_red_eye

১০৭

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা, অতি জোয়ারে ভোলায় ফেরি ও লঞ্চ ঘাট প্লাবিত, যাত্রীদের ভোগান্তি,

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবের কারণে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করেছে। মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে থেমে হালকা থেকে ভারি বৃষ্টি হয়েছে। আবারও সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করায় ভোলা-লক্ষীপুরসহ ১০টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে করে ওই সব রুটের যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।  বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনার ডেঞ্জারজোন উপেক্ষা করে অবৈধ ট্রলার ও স্পীডবোটে করে যাত্রীরা যাতায়াত করছেন।এমন পরিস্থিতিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।


স্থানীয়রা জানান, পূর্ণিমার জো ও সাগরে লঘুচাপের প্রভাবে অতি জোয়ারে ভোলার ইলিশা ফেরাঘাট ও লঞ্চ ঘাট পানিতে প্লাবিত হয়েছে। এতে করে ফেরির গ্যাঙ্গ ওয়ে ও চলাচলের পথ পানিতে তলিয়ে থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। লঞ্চ ঘাট তলিয়ে যাওয়ায় যাত্রীদের পানির ভেতর দিয়ে ভিজে যাতায়াত করতে হয়। অতি জোয়ার এলেই এ ঘাট এখন তলিয়ে যাওয়ায় স্থায়ী ভাবে ঘাটের রাস্তা উঁচু সহ স্থায়ী সমস্যা সমাধানের দাবী জানান যাত্রীরা।
অপরদিকে ভোলা -লক্ষীপুর নৌ রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় মানুষ জরুরী প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ছোট ট্রলার ও স্পীড বোটে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছে। এতে করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ জানান, তাদের সবশেষে পর্যবেক্ষণে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।


এদিকে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায়  ভোলার ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, হাতিয়া-চরফ্যাশন, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন- মনপুরা, দৌলতখান-আলেকজান্ডারসহ ১০টি নৌরুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলা সদরের খেয়াঘাট-ঢাকা, ইলিশা-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর  সতর্ক সংকেত  জারি হওয়ায় ভোলা জেলার ইলিশা থেকে লক্ষীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।


ভোলা জেলা মোঃ ইয়ামিন



আরও...