অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ রাত ১২:২৫

remove_red_eye

১১৮

বাংলার কণ্ঠ ডেস্ক : দুর্নীতির সময় শেষ, গরবো সোনার বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।
“গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায়” শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বুধবার (১৩ আগষ্ট) সকালে বোরহানউদ্দিন নির্বাহী কর্মকর্তার হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় বরিশাল এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বোরহানউদ্দিনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যাক্ষ মো: সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান-উজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা নাজনীন নাহার। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো: সোহরাব হোসেন।
ফাইনাল বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন, বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান, সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো: নাছির পাটোওয়ারী ও মো: ফয়েজ আহমেদ। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও রানার্স আপ হয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক হন বিজয়ী দলের দলনেতা ইশরাত জাহান মনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো: রায়হান-উজ্জামান বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সামগ্রিকভাবে সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে একযোগে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং তা কার্যকরভাবে প্রয়োগ করা জরুরি।
দুর্নীতিবাজদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হবে যেন সাধারণ মানুষ ও গণমাধ্যম তথ্য পেতে পারে। শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে। দুর্নীতি যে সামাজিক ব্যাধি তা বোঝাতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে”।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন