অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৫ রাত ১১:৫৩

remove_red_eye

১৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সারাদেশের ন্যায় ভোলাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। 
মঙ্গলবার (১২ আগস্ট) ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের  হয়। র‌্যালির নেতৃত্ব দেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রোকন উদ্দিন ভূঁইয়া, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মোস্তফা কামাল, উপ-পরিচালক জাহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে ভোলার লিড এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর রেইজ প্রকল্পের সদস্য, যুব সংগঠনের সদস্য এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তাদের মাঝে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জিজেইউএস-এর রেইজ ও সমৃদ্ধি প্রকল্পের সদস্য, বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের সদস্য এবং বিপুল সংখ্যক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...