অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার কৃতি সন্তান মোঃ সরওয়ার আলম অতিরিক্ত আইজি পদে পদোন্নতি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

৩২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশা ইউনিয়নের কৃতি সন্তান ও জেলার গর্ব মোঃ সরওয়ার আলম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) পদে পদোন্নতি পেয়েছেন।
সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় পুলিশের ডিআইজি পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি পদে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ভোলার গর্ব মোঃ সরওয়ার আলমও রয়েছেন।
পদোন্নতির এ খবরে ভোলাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, তার সততা, দক্ষতা ও নিষ্ঠা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ভোলাবাসীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মোঃ সরওয়ার আলমকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্যের প্রত্যাশা করা হয়েছে।


ভোলা জেলা মোঃ ইয়ামিন



আরও...