বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮
৪৮৫
চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকসহ এলাকাবাসী
মোঃ আমির হোসাইন, রাজাপুর থেকে : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের, রাস্তায় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের মাঠে অতি বৃষ্টিতে হাটু সমান পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আধা কিলোমিটার রাস্তার আছে অসংখ্য ডোবা বড় বড় খানাকন্দ। ভারী বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এ রাস্তাটি । ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার ছাত্রছাত্রীসহ কয়েক হাজার মানুষ।
এলাকাবাসী ও যানবাহন চালকরা জানান,রাজাপুর মিজি বাজার থেকে ২ কিলোমিটার রাস্তাটি, এক কিলোমিটার ইটের সোলিং রয়েছে, এক কিলোমিটার মাটির কাঁচা রাস্তা রয়েছে। এক কিলোমিটার ইটের রাস্তার, জসিম মিজির দোকানের সামনে, ইট দেবে গিয়েছে, ইয়াকুব সরদার বাড়ির দরজায় ইট দেবে গিয়েছে। পন্ডিত বাড়ির জামে মসজিদের সামনে রাস্তা ভেঙ্গে গিয়েছে। খানাখন্দ আর কাঁচা রাস্তাটি প্রাথমিক বিদ্যালয় এর সামনে পানি জমে থাকে। আবুল কালাম মাতাব্বরের বাড়ির সামনে রাস্তার উপরে হাটু সমান পানি জমে রয়েছে । রাস্তাটি ৫০ থেকে ৬০ গজ পরপর বড় বড় খানাখন্দ রয়েছে।

স্থানীয়রা আরো জানান,এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এ রাস্তাটির করুণ দশায় স্কুলের ছাত্র- ছাত্রী,নারী - পুরুষ জীবনের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়,১৯৪৭ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে।বিদ্যালয়টি দুই বার নদী ভাঙ্গনে শিকার হয়েছে। বর্তমানে ৩৩ শতাংশ জমি রয়েছে। বিদ্যালয়ের পূর্ণনির্মাণ সাড়ে তিন তলা ভবনটি ২০১৭ সালে নির্মিত হয়েছে। ভবনটি নির্মাণের সময় বিদ্যালয়ের সীমানাপ্রাচীর সংলগ্ন তিন দিকের রাস্তা ও জমি নিচু ছিল। ভারী বর্ষন হলে বিদ্যালয় এর মাঠে কোন কোন জায়গায় হাটু সমান পানি কোন কোন জায়গায় কোমর সমান পানি। বিদ্যালয়ের দুইটি শিরি পানির নিচে তলিয়ে যায়। বিদ্যালয়ের তিন দিকের রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০০ জন। শিক্ষক আছেন ৬ জন। শ্রেণিকক্ষ ৭ টি । স্টোর রুম রয়েছে দুইটি ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম নবী বলেন,ভারী বৃষ্টি হলেই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাদ দিয়ে পানি পড়ে, তিন দিকের রাস্তাটি পানির নিচে তলিয়ে যায় এবং বিদ্যালয়ের দুইটি সিঁড়ি পানিতে ডুবে যায়। রাস্তায় কাঁদাও পানি থাকার কারণে ছাত্র-ছাত্রীদের আশা ও যাওয়ার পথে বিপাকে পড়তে হয়।
ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস বলেন, আমি এ প্রথম আপনার কাছ থেকে শুনলাম, যে বিদ্যালয়ের মাঠ পানিতে ডুবে রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের মাধ্যমে দরখাস্ত করলে উপজেলা নির্বাহী অফিসার স্যারের মাধ্যমে বরাদ্দ এনে দেওয়ার চেষ্টা করব।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও রাজাপুর ইউনিয়নের প্রশাসক মো: এজাজুল হক বলেন, প্রধান শিক্ষক আমাকে জানিয়েছে । এখন আমাদের বরাদ্দ নেই। নভেম্বর -ডিসেম্বরে বরাদ্দ আসলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাঠ ভরাট করে দেওয়ার ব্যবস্থা করব।
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি
নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক