অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ


মো: ইয়ামিন

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৫ রাত ১২:১০

remove_red_eye

১৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন,  বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 
গতকাল সোমবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দক্ষিণ দীঘলদি, ভেলুমিয়া, পাতাবুনিয়া ও বাঘমারা চরের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এবং মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভুক্তভোগীরা।
আন্দোলনকারীরা জানান, সদর উপজেলার তেঁতুলিয়া নদী থেকে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অপরিকল্পিত এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারে চলছে। এতে ওই এলাকায় ভাঙ্গনের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে।  হুমকির মুখে পড়েছে পাতাবুনিয়া ও বাঘমারা চরের শতশত পরিবার। অতিদ্রুত বালু উত্তোলন বন্ধ করা না হলে ভিটি মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে কয়েক শত পরিবার। 
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নুর নবী, কাসেম মহাজন, মজিবুর রহমান ,আলী হোসেন মাস্টার, আবুল কাশেম,আব্দুল বারেকসহ আরো অনেকে।


ভোলা সদর মোঃ ইয়ামিন