অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


জবি প্রেসক্লাবের সহ-সভাপতি হলেন শাহরিয়ার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৫ বিকাল ০৫:৫৭

remove_red_eye

১৫০

মো. ইসমাইল : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের কেশবপুরের সন্তান ও ঢাকা টাইমস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান।
শেখ শাহরিয়ার হোসেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় শেখ শাহরিয়ার হোসেন বলেন, “আমাকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য জবি প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি চেষ্টা করব সংগঠনের ঐতিহ্য ও মর্যাদা রক্ষা করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থীদের কথা তুলে ধরতে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে সবসময় সক্রিয় থাকতে চাই।”
 
প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, “সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি নতুন নেতৃত্ব সবাইকে সাথে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটিতে আরও রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক রিদুয়ান ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সরকার শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা আলী, অর্থ সম্পাদক সোহানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে লিমন ইসলাম ও জুনায়েদ মাসুদ।

বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোঃ ইয়ামিন