অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মাইল‌স্টো‌নে নিহত মাসুমার ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৫ রাত ০৮:৩৬

remove_red_eye

১৩৬

বোরহানউ‌দ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউ‌দ্দি‌নের বা‌সিন্দা, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত  হয়ে মৃত্যুবরণ করা  অফিস সহকারী  মাসুমার (৩৬) ছেলে মো. আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নিলেন, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ‌্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল উত্তরার দিয়াবাড়ি শুক্রভাঙ্গা এলাকায় মাসুমা বেগমের ভাড়া বাড়িতে যান ।তারা সেখা‌নে পৌ‌ছে মাছুমার পরিবারের খোঁজ খবর নেন ও তারেক রহমানের দা‌য়ি‌ত্বের বার্তাটি পৌঁছে দেয়।

এরপর রিজভী বিএনপি প‌রিবা‌রের পক্ষ থে‌কে মাসুমার স্বামী সে‌লিম মিয়াার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় প্রতি‌নি‌ধি দল শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানি‌য়ে সর্বাত্বক সহায়তার প্রতিশ্রু‌তি দেন ।

মাসুমার স্বামী মো. সেলিম মিয়া যুগান্ত‌কে জানান,‌তি‌নি দীর্ঘদিন থে‌কে অসসুস্থ । বা‌ড়িতে নি‌জের ঘর ভিটা ছাড়া অন‌্য কোন সম্পদ নাই তার । মাছুমার আ‌য়েই ছে‌লে মে‌য়ের পড়া লেখার খরচ ও তা‌দের সংসার চল‌তো ।হঠাৎ ক‌রে মাসুমার মৃত‌্যু‌তে আ‌মি চোঁখেমু‌খে অন্ধকার দেখ‌ছি । আমার চরম দূ‌র্দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার প‌রিবা‌রে পা‌শে দা‌ড়ি‌য়ে যে প্রতিশ্রু‌তি দি‌য়ে‌ছেন, আমরা আজীন  তার প্রতি কৃতজ্ঞ হ‌য়ে রইলাম ।


ভোলা জেলা মোঃ ইয়ামিন