অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মাছরাঙ্গা টিভির ১৪ বছর পূর্তি উৎসব


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা আগস্ট ২০২৫ রাত ০৮:০৯

remove_red_eye

১২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মাছরাঙ্গা  টেলিভিশনের ১৪ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ভোলা বালিকা শিশু পরিবারে কেক কাটা,সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা ও বৃক্ষ রোপনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসরাফিল। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম টিটু, শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুলে এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, সমাজ জেবা কার্যালয়ে সহকারি পরিচালক কাজী গোলাম জাকির, ভোলা কলেজের প্রভাষক মোঃ এরশাদ,সরকারি শিশু পরিবার বালিকা এর উপ-তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের ভোলা জেলা রির্পোটার হামিদুর রহমান হাসিব। কথার ফেরিওয়ালা তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আরটিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, চ্যানেল আই এর হারুন অর রশিদ,প্রথম আলোর নেয়ামত উল্যাহ, সময় টিভি ও সমকালের নাসির লিটন, চ্যানেল ২৪ এর আদিল হোসেন তপু, বাংলাদেশ প্রতিদিন এর জুন্নু রায়হান, ৭১ টিভির কামরুল ইসলাম,  একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু,মানবজমিন এর মনিরুল ইসলাম, ডিবিসি নিউজের অচিন্ত্য মজুমদার, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু,এটিএন বাংলার এম ছিদিকুল্লাহ, দৈনিক দিনকাল ও বৈশাখী টিভির  মিজানুর রহমান,নাগরিক টিভির মলয় দে, সাংবাদিক ও সাবেক ক্রীড়া ব্যাক্তিত্ব মনিরুল ইসলাম, সঙ্গীত শিল্পী মোশারেফ হোসেন লাভু, বাংলাবাজার কলেজের প্রভাষক বিল্লাল হোসেন জুয়েল, স্বদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি এইচ আর সুমন, দৈনিক অমৃতালোক এর আরিয়ান আরিফ, বিজয় টিভির শান্ত, ফটো সাংবাদিক রানা, লক্ষণ দাস, গোলাম কিবরিয়া, ভোলা পোস্টের সোহেল, ভোলা টাইমস এর আজাদ, নোয়াবসহ এক ঝাক সংবাদকর্মী ও শিশু পরিবারের কোমলমতি শিশুরা।

মাছরাঙা টেলিভিশনের ১৪ বর্ষ পূর্তিতে শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, মাছরাঙা টেলিভিশন পরিচ্ছন্ন অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস করে। গত এক যুগের বেশি সময় ধরে এই টেলিভিশন দর্শক হৃদয়ে একটি বিশেষ মর্যাদার আসন করে নিয়েছে। বিগত দিনের মত আগামীতেও মাছরাঙা টেলিভিশন পরিশীলিত অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশ করবে। পাশাপাশি এই টিভি চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে ভোলা জেলা প্রতিনিধি হাসিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। এরপর সরকারি শিশু পরিবারের পক্ষ থেকে অতিথিদেরকে স্বাগত জানিয়ে শিশুরা সংগীত পরিবেশন করে। সর্বশেষে অতিথিবৃন্দ গাছের চারা রোপন করে শিশু পরিবার ক্যাম্পাসে মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।  


ভোলা জেলা মোঃ ইয়ামিন



দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান

দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

আরও...