অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ৩০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কর্মশালায় ২০ সুপারিশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ দুপুর ১২:১০

remove_red_eye

১৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৩০ টি স্কুল ও মাদ্রাসার প্রধানদের নিয়ে সমকালীন  শিক্ষারমান উন্নয়নে গুনগত অগ্রগতি প্রয়োজন  শীর্ষক  কর্মশালায় ২০টি সুপারিশ  তৈরি করা হয়েছে।  রোববার কলেজর আইসিটি ভবনে এ কর্মশালা  অনুষ্ঠিত  হয়    জেলায় বেসরকারি পর্যায়ে সেরা বিদ্যাপীঠ বাংলাবাজার ফাতেমা খানম কলেজ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন ও রিসোর্স পারসন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা  ও আইসিটি)  মোঃ রিফাত ফেরদৌস, ক্লাস  শেশনে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  রিপন চন্দ্র সরকার, আলতাজের রহমান কলেজের   প্রাক্তন অধ্যক্ষ জাহান জেব  আলম চৌধুরী। সভাপতিত্ব করেন অধ্যক্ষ হারুন অর রশিদ।  সমকালীন শিক্ষার মান উন্নয়নে গুনগত অগ্রগতি প্রযোজন, মূল বিষয় তুলে ধরেন সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল ও সহকারী অধ্যাপক অমিতাভ রায়। 
প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান শিক্ষকদের পক্ষে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। পরে
অংশ গ্রহণকারী প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান ৫ টি করে সুপরিশ তুলে ধরেন। তা থেকে ২০ টি সুপারিশ চুড়ান্ত করা হয়।
প্রধান অতিথি বলেন,  শিক্ষকদের আসন অনেক উপরে। শিক্ষকদে গল্প থাকতে হবে। যেন বলতে পারেন আমার ওই শিক্ষার্থী   বুয়েটে পড়ছে। ওই শিক্ষার্থী ডাক্তার।  ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওই শিক্ষার্থী ভালো মানুষ।
 এমন গল্প থাকলে পরের প্রজন্মর শিক্ষার্থীরা উৎসাহিত হবে। এমন গল্প সৃষ্টিতে ক্ষেত্র তৈরি করতে হবে শিক্ষককে। 
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন, এ মুহূর্তে  আমার অনেক শিক্ষকের কথা মনে পড়ে। যাদের কাছে আধুনিক ব্যবস্থা ছিল না, কিন্তু তারা কত নিখুঁত পড়াতেন। আমাদের ধারণ করতে হবে সেই আদর্শকে।
বিশেষ পারসন জাহান জেব আলম চৌধুরী বলেন, এমন আয়োজন সময়ের প্রয়োজন। সকল প্রধান শিক্ষক ও সুপারগণ অনেক অভিজ্ঞ। তাদের অভিজ্ঞতা শেয়ারিং করলেই তৈরি হবে অগ্রগতি।


ভোলা সদর মোঃ ইয়ামিন