চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ বিকাল ০৫:৫২
১৮৬
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১নম্বর ওয়ার্ডে চান মিয়া হাওলাদার বাড়িতে প্রেমিক দাবি করে এক তরুণী টানা চারদিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন। প্রেমিক হিসেবে কলেজপড়ুয়া এনামুল হাসান তন্ময়ের নাম উল্লেখ করে ওই তরুণী দাবি করছেন, "বিয়ে না হলে মৃত্যুই হবে পরিণতি"—এমন হুমকির মধ্যেই তন্ময়ের বাড়িতে অবস্থান করছেন তিনি।
তরুণীর এ অবস্থানের কারণে সামাজিকভাবে চাপে পড়েছে তন্ময়ের পরিবার। স্থানীয়রা বলছেন, এভাবে অনশন চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অথচ, চার দিন পেরিয়ে গেলেও চরফ্যাশন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
ঘটনার প্রেক্ষিতে শনিবার (২৫জুলাই)চরফ্যাশনের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তন্ময়ের পিতা গিয়াস হাওলাদার ও মাতা জোছনা বেগম। সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, তাঁদের ছেলে নির্দোষ এবং এটি একটি চক্রান্তের অংশ। একটি কুচক্রী মহল তন্ময়কে ফাঁসাতে ষড়যন্ত্র করছে।
লিখিত বক্তব্যে তন্ময়ের মা জোছনা বেগম বলেন, “যে মেয়ে অনশন করছে, তার একাধিক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে। আমাদের কাছে তার প্রমাণ রয়েছে। আমার ছেলের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। এই মেয়ে উদ্দেশ্যমূলকভাবে ছেলেদের ফাঁসিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে থাকে।

সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে তন্ময়ের বাবা বলেন, “শুধু আমার ছেলের সঙ্গে প্রেম থাকলে হয়তো বউ হিসেবে মেনে নিতাম। কিন্তু তার অতীত ইতিহাস ও নানা ছেলের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি দেখে আমরা এই মেয়েকে কখনো পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারি না।”
তিনি আরও বলেন, “গত চারদিন ধরে আমরা বাড়িতে না থাকলেও মেয়ে আমাদের পাশের ঘরে থেকে আমাদের সংসার ও সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে গণমাধ্যমকর্মীদের সহায়তা চাই।”
এদিকে তরুনীর দাবি, গিয়াস হাওলাদারের ছেলে তন্ময় হাওলাদারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রে ধরে বন্ধুত্ব হয়। একপর্যায়ে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সম্পর্কের শুরুতেই তরুনী তন্ময়কে জানিয়েছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তাকে বিয়ে করতে হবে। তন্ময় এতে রাজি হন বলে দাবি করেন তিনি।

তরুনী বলেন, তন্ময় হাওলাদার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। এখন সে মুখ ফিরিয়ে নিচ্ছে। তন্ময় এখন আমাকে বিয়ে করা ছাড়া আমি এই বাড়ি থেকে যাবো না গেলে আমার লাশ যাবে। এ ঘটনায় তিনি চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু