অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ বিকাল ০৫:৩৮

remove_red_eye

১৩২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার উদ্যোগে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) ভোলা আদর্শ একাডেমি অডিটোরিয়ামে পৌর আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরের সঞ্চালনা করেন পৌর নায়েবে আমির মোঃ রুহুল আমিন।
শিক্ষা শিবিরে দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
আখিরাতের জবাবদিহিতার ওপর দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা জাকির হোসেন।
"ইউনিট পরিচালনায় একজন আদর্শ দায়িত্বশীলের ভূমিকা" শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা তদারককারী এ কে এম ফখরুদ্দিন খান রাজী।
"ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান" বিষয়ক আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসাইন।

"ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কুরবানী" বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য আবু মাসুম।
এছাড়া "ইউনিট সংগঠনের রিপোর্ট" শীর্ষক আলোচনা উপস্থাপন করেন মোঃ রুহুল আমিন।
উল্লেখ্য, ভোলা পৌরসভার আওতাধীন নয়টি ওয়ার্ডের প্রায় ১০০টি ইউনিটের সভাপতি ও সেক্রেটারিগণ এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন।
দায়িত্বশীলদের প্রশিক্ষণের  মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আরও...