অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবি অল্পের জন্য রক্ষা পেলো তিন শ্রমিক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ বিকাল ০৫:৩৫

remove_red_eye

১৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে ৩ জন শ্রমিক সহ একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে, এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।আজ রবিবার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।এ ঘটনার ফুটেজ মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান,মেঘনার প্রবল ঢেউয়ের স্রোতে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের বালুবোঝাই বাল্কহেডটি ডুবে গেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: হাসানুজ্জামান নিশ্চিত করেন। 

পানি উন্নয়ন বোর্ডে ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাঙন রোধে জাম্পিং দিয়ে বালুর বস্তা ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।ওই কাজের ঠিকাদার মোসলেম উদ্দিন সরদার বালু বোঝাই বাল্কহেড কাজের স্থানে নিয়ে যাচ্ছিল। এসময় আজ সকালে ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে বালুবোঝাই বাল্কহেডটি ঠিকাদারের ৩ জন লোকসহ ডুবে যায়। পরে বাল্কহেডে থাকা ৩ শ্রমিক সাতরে তীরে ওঠে।

পানি উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউদ্দিন আরিফ সাংবাদিকদের জানান, বালু বোঝাই বাল্কহেডটি ডুবে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আর ঠিকাদারের পক্ষ থেকে এটি উদ্ধারের কাজ চালানো হবে বলেও জানান এ কর্মকর্তা।

ভোলা সদর ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন সাংবাদিকদের বলেন,তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়।এ ঘটনায় কেউ নিখোঁজের তথ্য পাওয়া যায়নি,খোঁজ নিচ্ছি,ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে।


ভোলা সদর মোঃ ইয়ামিন