অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে বিএনপি'র সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

১৭৯

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ ১৬ বছর পর জমকালো আয়োজনের মধ্যদিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শনিবার (২৬ শে) জুলাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে বিগত কয়েকদিন ধরে বিএনপি, যুবদল, ম্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পৃথক পুথকভাবে আনন্দ মিছিল করেছেন।
এতে উপজেলা থেকে ইউনিয়ন, সবখানেই নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। উপজেলা বিএনপি'র দলীয় সূত্রে জানা গেছে ২৬শে জুলাই বিএনপির সম্মেলন উপলক্ষে নির্ধারিতস্থানে অন্তত ৩০ হাজার নেতাকর্মীর সমাগম হওয়ার সম্তাবনা রয়েছে। এ জন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছে বিএনপি। এই সম্মেলনকে কেন্দ্র করে কাউন্সিলর হিসেবে উপস্থিত থাকৰেন ৮৫২জন এবং ডেলিগেট হিসেবে উপস্থিত থাকবেন ৫ হাজার| অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেৰে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং উদ্বোধক হিসেবে থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমম্বয়ক আবু নাসের রহমত উল্যাহ।
লালমোহন উপজেলা বিএনপির আহবায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে এ ছাড়াও সম্মেলনে জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। সম্মেলন নিয়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেছেন, আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে লালমোহনের আগামীর বিএনপির নেতৃত্বে ত্যাগী, স্বচছ ও মেধাবীরা স্থান পাবেন। যার মাধ্যমে উপজেলা ও পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা সুশৃঙ্খল থাকবেন। এর ফলে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসচী সুন্দরভাবে পালন করা যাবে। একইসঙ্গে জাতীয় সংসদ নিৰ্বাচনে দলের মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা সম্তব হবে। লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসললাম বাবুল পঞ্চায়েত জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আাসার পর এই উপজেলার বিএনপির নেতাকর্মীদের ওপর নানাভাবে হামলা-মামলা ও দমন-নিপীড়ন চালানো হয়।
যার কারণে ২০০৯ সালের পর এই উপজেলায় সুন্দরভাবে সম্মেলন করা সম্ভব হয়নি। তবে এখন স্বৈরাচারী সেই আওয়ামী ক্ষমতার অবসান ঘটেছে। যার জন্য আমরা এবার অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে এবং উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রস্তুতি নিয়েছি। এই সম্মেলনে কাউন্সিলররা যাদের যোগ্য মনে করেন তাদেরকেই আগামী দিনের লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি'র নেতৃত্বের জন্য নির্ধারণ করবেন|

 





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...