বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯
২০৭
শিশু শহীদদের স্মরণে জুলাই অনুষ্ঠান পালনের জন্য দেশের প্রতিটি প্রাইমারি স্কুল ২৫০০ টাকা করে বরাদ্দ পাচ্ছে।
আগামী ২৪ জুলাই দেশের সকল প্রাইমারি স্কুলে একযোগে এ অনুষ্ঠান হতে যাচ্ছে।
গতকাল (বুধবার) প্রাইমারি অধিদপ্তর থেকে এ বিষয়ে অর্থ বরাদ্দের চিঠি প্রতিটি জেলায় জেলা প্রাইমারি শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান সংবাদ সংস্থা বলেন, সারাদেশে সরকারিভাবে ৬৫ হাজার ৫৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর প্রত্যেকটিতে ২ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অধিদপ্তরের নির্দেশনার আলোকে তারা এ টাকা খরচ করবে এবং উৎসবে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করবে।
গত বছর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আন্দোলনে শতাধিক শিশু শহীদ হয়।
শিশু শহীদদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে গতকাল ১৬ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ-রাজস্ব, অর্থ বিভাগের উপ-পরিচালক নূরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দের কথা জানানো হয়।
উপ-পরিচালকের স্বাক্ষরিত চিঠিতে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক অনুষ্ঠান’ পালন উপলক্ষে মাঠ পর্যায়ের দপ্তরসমূহে বরাদ্দ ও মঞ্জুরী প্রদানের বিস্তারিত তুলে ধরা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান আরও জানান, জুলাই অবদানকে হৃদয়ে ধারণ করার জন্য তার অধিদপ্তর থেকে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে আগামী ২৪ জুলাই একযোগে শিশুদের গান, কবিতা, নাচ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবের অনুষ্ঠান পালন করা।
তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের গল্প শুনতে পারবে এবং ভবিষ্যতে এটা তাদের কাজে লাগবে।
তিনি আরও বলেন, অনুষ্ঠানগুলোতে দেশের ৬৫ হাজার স্কুলে প্রায় এক কোটি শিশু উপস্থিত থাকবে।
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক