বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৫ রাত ১০:৩০
১৮১
ভোলায় এনসিপির পদযাত্রা
বাংলার কণ্ঠ প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গনঅভূত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিলো । নতুন বন্দবস্ত গড়ে তোলার জন্য হয়েছিলো। দুনীতি বৈষম্য,চাঁদাবাচ, সন্ত্রাস এবং মাফিয়া সিষ্টেমে বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গনতন্ত্রিক রাষ্ট্রকায়েমের জন্য হয়েছিলো।আ মরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গনঅভূত্থানে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিলো। অগ্রসৈনিক ছিলো। আমাদের এই লড়াইয়ে ভোলাকে সামনের দিকে লড়াই করতে হবে ,নেতৃত্ব দিতে হবে। মঙ্গলবার দুপুর ৩টায় ভোলার নতুন বাজার প্রেসক্লাব চত্বরে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় দ্বীপ জেলা ভোলায় পদযাত্রা শেষে সমাবেশে এসব কথা বলেন, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। এই কর্মসূচি উপলক্ষে সকাল থেকে একটি পথমঞ্চ প্রস্তুত করা হয়। সেখানে ব্যানার ফেস্টুন লাগানো হয়। পথসভায় সঞ্চালনায় ছিলেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। এসময় উপস্থিত ছিলেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ঢাকা মহানগর আহবায়ক কমিটির মূখ্য সংগঠক সালমা আক্তার, ফারজানা আহমেদ, ভোলার আহবায়ক কমিটির নির্বাহী সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, চরফ্যাশন উপজেলা সমন্বয়কারী আমজাদ হাবীব প্রমূখ। নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধা না রাজাকার, ‘এই বিভাজনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিলো। এই মুজিববাদী আদর্শ গত ৫০বছর ধরে দেশকে বিভাজন করে রেখেছে। ২৪এর গণ অব্ভূত্থানের মাধ্যমে এই বিভাজনকে আমরা তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। তিনি আরো বলেন,আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সর্বজনীন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে, কৃষকের বাংলাদেশ হবে, মধ্যবিত্তের বাংলাদেশ হবে, আমজনতার বাংলাদেশ হবে, ভোলাবাসীর বাংলাদেশ হবে। তিনি বলেন, যুগের পর যুগ ধরে ভোলাবাসীকে সকল উন্নয়ন সুযোগ-সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
বর্তমান আধুনিক যুগেও ভোলা বাসীকে দূরত্ব করে রাখা হয়েছিল। আমরা এসেছি সেই দূরত্ব ঘোচাতে এসেছি। ভোলা বাসির সাথে আমাদের আর কোন দূরত্ব থাকবে না। এনসিপির আহবায়ক আরও বলেন, গণঅব্ভূত্থানের মধ্য দিয়ে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিলাম। জাতীয় নাগরিক পার্টি আবারও প্রতিশ্রুতি দিচ্ছে-নতুন বাংলাদেশ গড়ার। ভোলাবাসী দীর্ঘ্যদিন ভোলা-বরিশাল সেতুর জন্য লড়াই করছে। আপনাদের দাবির প্রতি আমরা সমর্থন জানাই, সংহতি জানাই। ভোলার সঙ্গে অন্য জেলার দুরত্ম গোছাতে হবে। ভোলাকে মর্যাদা দিতে হবে। জাতীয় সকল সুযোগ-সুবিধার ভাগিদার এই ভোলাকে করতে হবে। গ্যাস যোগানদাতাদের মধ্যে অন্যতম জায়গা এই ভোলা, কিন্তু ভোলাবাসী গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। এই ভোলার মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হচ্ছে। ভোলাবাসিকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখানের হাসপাতালগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। ভোলাবাসিকে চিকিৎসা নিতে দূরদূরান্তে যেতে হচ্ছে। ভোলাবাসীকে শিক্ষা নিতে দূরদূরান্তে যেতে হচ্ছে। আমরা চাই ভোলা একটি স্বনির্ভর, সম্মৃদ্ধ জেলা হোক! মর্যাদাবান জেলা হিসাবে প্রতিষ্ঠিত হোক!।

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ভোলার মানুষ নানা রকম অসুবিধা নিয়ে চলছে। এ দ্বীপজেলা ভোলায় সবচেয়ে বড় বেড় গ্যাসক্ষেত্র থাকার পরেও ভোলাবাসী গ্যাস পাচ্ছে না। ভোলায় অনেক সূর্য্যসন্তান জন্ম নেওয়ার পরেও ভোলার মানুষ এখনও চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করে। ভোলায় একটি ভালো হাসপাতাল নেই। উন্নত শিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় নেই। প্রত্যেক জেলার আলাদা আলাদা বৈশিষ্ট আছে। ভোলারও আলাদা বৈশিষ্ট। ভোলার মানুষের যাতায়াতের পথ আলাদা। এটাকে কোনো রাজনৈতি দল বা নেতা সমস্যা হিসাবে দেখেনি। কিন্ত আপনারা দেখছেন, নিজেরে দলের নেতা, নিজের দলের কর্মী ছাত্রীকে ধর্ষণ করে লঞ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে। ইফসিতার জন্য আমাদের যে মর্মবেদনা আছে, সেই মর্মবেদনা নেই বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীদের। তার অল্প কদিন পরেই আরো একটি ঘটনা ঘটেছে। এই ভোলাকে ধর্ষকদের আস্তানা আমরা হতে দেব না। এই ভোলাকে সন্ত্রাসের আস্তানা আমরা হতে দেব না। এ ভোলাকে চাঁদাবাজদের আস্তানা আমরা হতে দেবো না। জাতীয় নাগরিক পার্টি পহেলা জুলাই থেকে দেশব্যাপী চলা পদযাত্রা ও পথ সমাবেশের ১৫ তম দিনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঙ্গলবার ভোলায় এসেছে । বরিশাল লাহারফাট ফেরীঘাট হয়ে দুপুরে দেড়টার ভোলা আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর ভেদুরিয়া ফেরিঘাট থেকে তারা পদযাত্রা কর্মসূচি শুরু করবেন। এরপর ভোলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা শেষে, দুপুর ৩টায় নতুন বাজার প্রেসক্লাব চত্বরে অস্থায়ী মঞ্চে সমাবেশে অংশ নেন এনসিপির নেতৃবৃন্দ। ভোলার কর্মসূচি শেষ করে এনসিপির নেতৃবৃন্দ বিকেলে বরিশালের উদ্দশ্যে রওনা হন। সেখানে সন্ধ্যায় কর্মসূচিতে অংশ নেবেন তারা।
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু