অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন ১৪৩২


ভোলায় সেরা স্কুলে জিপিএ-৫ কম বিষয় পুনঃ নিরীক্ষণের দাবি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৫ বিকাল ০৫:৪৫

remove_red_eye

১৪৯

এসএসসি পরীক্ষার ফলাফল

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  এসএসসি পরীক্ষার ফলাফলে এবার জেলা ও উপজেলা পর্যায়ে সেরা স্কুলগুলোতে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কম হওয়ায় খুশি হতে পারে নি শিক্ষার্থী ও অভিভাবকরা। এ নিয়ে ক্ষোভও জানান বঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও ।  ফল প্রকাশের পর পরই দু-একটি বিষয়ে পূনরায় নিরীক্ষণের দাবি ওঠেছে। আবেদনে ব্যস্ত শিক্ষার্থীরা। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং রসায়ন বিষয় নিরীক্ষণের তালিকায় বেশি।  আগামীর জন্য অনেক প্রতিষ্ঠান  নতুন কর্মপরিকল্পনা নিয়েছেন বলে জানান।

শনিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল হক আজদা জানান,  গেল বছরও তাদের জিপিএ-৫ সংখ্যা ছিল ১০১ টি। এবার ৬১ ।  ফলাফলের পর পরই তারা আগামী বছরের জন্য নতুন পরিকল্পনা প্রনয়ণে  শিক্ষকদের নিয়ে মিটিং করেছেন। ২০২৬ সালেল পরীক্ষার্থীদের সার্বক্ষনিক তদারকিতে আনা হচ্ছে। একই কথা জানান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ছালেহ উদ্দিন । গেল কয়েক বছরের ফলাফলের সঙ্গে মিলিয়ে এবার জিপিএ-৫ সংখ্যা কম হওয়ার কারণ অনুসন্ধান করছেন তারা। নির্দিষ্ট দুটি বিষয়ে  কম নম্বর পাওয়ায় অনেকে জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়েছে।   গেল কয়েক বছরের অপর সেরা তালিকা থাকা চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট সরকারি মাধ্যমিক বিদ্যালয় ( টি-ব্যারেট) প্রধান শিক্ষক তারভীর আহমেদ জানান এবার তিনি কিছুটা হতাশ হয়েছেন।  গেল বছর জিপিএ-৫ ছিল ১০২। এবার ৫২ । তবে উপজেলায় সেরা হয়েছেন তার প্রতিষ্ঠান। দৌলতখান উপজেলার সেরা সরকাটি দুটি মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ সংখ্যা নাজুক। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম জানান, গেলবার জিপিএ-৫ সংখ্যা ছিল ১৬টি। এবার ৫টি। পাশের হার ৭৮ ভাগ। ওই উপজেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ সংখ্যা মাত্র ১টি। পাশের হার ৭০ ভাগ। 
এবার জেলায় একমাত্রা শতভাগ পাশ করা  প্রতিষ্ঠান লালমোহন উপজেলার হামীম  রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ । ওই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ১০৫ পরীক্ষার্থী অংশ নেয়। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।  গেল বছর ওই স্কুলের জিপিএ-৫ সংখ্যা ছিল ৮৯ টি। জিপিএ কম হওয়ায় প্রতিষ্ঠান প্রধান মোঃ রুহুল আমিন অনেকটা ক্ষোভ জানান। তার আশা ছিল শতভাগ পাশের পাশাপাশি জিপিএ-৫ শতভাগ থাকবে। প্রতিষ্ঠানটি গেল ৫ বছর শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে বলে শুক্রবার যুগান্তরকে জানান প্রতিষ্ঠান প্রধান । জেলার অপর দুটি সেরা স্কুল  ভোলা সরকারি বালিকা  উচ্চ বিদ্যালয় ও ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় এবার শতভাগ পাশ না করলেও এবারও জেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে  শীর্ষ স্থান ধরে রেখেছে। প্রধান শিক্ষকরা জানান, দু একটি বিষয়ের জন্য শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়েছে। ফলাফল প্রকাশের পর পরই এই সব বিষয় নিয়ে তারা মূল্যায়ন প্রতিবেদন তৈরী করছেন বলে জানান। স্কুল তথ্যে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে  পাশ করে ২৩২ জন। এর মধ্যে দুই জন অনুপস্থিত ছিল।  পাশের হার ৯৮ দশমিক ৭২ । জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। গেল বছর জিপিএ-৫ সংখ্যা ছিল ৯৭ টি। অপরদিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৩০ জনে পাশ করে ২২২ জন। জিপিও ৫ পেয়েছে ৬১ জন। চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট সরকারি মাধ্যমিক বিদ্যালয় ( টি-ব্যারেট) এ ১৫৮ পরীক্ষা দেয়। পাশ করে  ১৪৩ জন। পাশের হার   ৯০ দশমিক ৫১ । জিপিএ-৫ পেয়েছে  ৫২ জন।

জেলা শিক্ষা গবেষনা কর্মকর্তা নুর-ই আলম ছিদ্দিকী জানান, এ বছর  জেলায় ২১৯ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ৩৭২ জন। এর মধ্যে উত্তীর্ণ  হয়েছে ৭ হাজার ৮৬২ জন। পাশের হার ৫৪ দশমিক ৭০ ।  গেল বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্তির হার অর্ধেকে নেমে আসে। একটি স্কুল শতভাগ পাশ ও  অপরদিকে শতভাগ  ফেল ( কেউ পাশ করে নি) এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি। অভিভাকরা জানান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং রসায়ন বিষয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কম নম্বর পাওয়ায় অনেকে জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়েছে। ওই সব বিষয় পূনরায় মূল্যায়নের জন্য আবেদন করা হচ্ছে। 


ভোলা জেলা মোঃ ইয়ামিন



দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিন ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ

অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিন ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ

প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ

প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ

জামায়াতের পিআর-এনসিপির প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না :  ইসি আনোয়ারুল ইসলাম

জামায়াতের পিআর-এনসিপির প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না : ইসি আনোয়ারুল ইসলাম

যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক: সালাহউদ্দিন

যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক: সালাহউদ্দিন

বঙ্গোপসাগরে লঘুচাপ; সারাদেশে পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ; সারাদেশে পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা

বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

আরও...