অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


শেষ হলো হজ ফ্লাইট, ফিরেছেন সব হজযাত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

১১২

ফিরতি হজ ফ্লাইট শেষ হয়েছে ১০ জুলাই। বাংলাদেশ থেকে হজে যাওয়া প্রায় সবাই ফিরেছেন।

এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী হজ পালনের জন্য গিয়েছিলেন।

ধর্ম মন্ত্রণালয়ে হজ পোর্টালের পবিত্র হজ প্রতিদিনের বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি বেসরকারি মিলিয়ে মোট ৮৭ হাজার ১০০ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৪১৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৮১ হাজার ৬৮৭ জন রয়েছেন।

গত ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন। ফিরতি ফ্লাইট শেষ হয়েছে ১০ জুলাই।

 

এবার সর্বমোট বাংলাদেশি হজযাত্রীর (ব্যবস্থাপনা সদস্যসহ) সংখ্যা ৮৭ হাজার ১৫৭ জন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ৩১ মে।

হজ শেষে ২২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১২টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি ফ্লাইটে ২৭ হাজার ৮১ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে ১২ হাজার ২৬৭ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৯ হাজার ৬৮ জন হাজি বাংলাদেশে ফিরেছেন।

 

চলতি বছর হজে গিয়ে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী বা হাজি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন ও মহিলা ১১ জন। মক্কায় ২৭ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় তিনজন ও আরাফায় একজন মারা গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সৌদি আরবের স্থানীয় হাসপাতালে বর্তমানে ১৪ জন বাংলাদেশি হজযাত্রী ভর্তি আছেন। ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হজ (অধিশাখা) মো. মঞ্জুরুল হক বলেন, হজ ফ্লাইট শেষ হয়েছে। মোটামুটি যারা হজে গিয়েছিলেন সবাই ফিরেছেন। এবার হজে গিয়ে মোট ৪৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। অসুস্থ থাকায় এখনো বাংলাদেশি নয়জন হজযাত্রী সৌদি আরবের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তারা পরে ফিরবেন। এছাড়া আমাদের হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কয়েক জনও এখনো সৌদি আরব রয়েছেন বলে আমাদের জানিয়েছেন।





ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

আরও...